পুরনো মশারি কাজে লাগানোর ৫ উপায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৮:৩২

মশারিতে বেশ কিছু ছিদ্র দেখা দিয়েছে বলে সেটা বাতিল করেছেন? ফেলে না দিয়ে পুরনো এই মশারি গৃহস্থালি নানা কাজে লাগাতে পারেন। জেনে নিন কীভাবে কাজে লাগাবেন।


 ১। একটি কাঠের চামচের উপর লম্বালম্বি একটি মোটা সুতা রাখুন। এর উপরে কয়েক প্যাঁচে লম্বা টুকরো করা মশারি পেঁচিয়ে দুইদিক থেকে সুতা টেনে বেঁধে ফেলুন। কাঁচি দিয়ে সামনের অংশ কেটে ফুলের মতো আকৃতি করে সুতা টেনে বেঁধে নিন। এটা ব্যবহার করুন গোসলের সময় ত্বক পরিষ্কার করতে।


২। মশারি কয়েক লেয়ারে ভাঁজ করে নিন। মাজুনির মতো আকৃতি করে সুঁই-সুতা দিয়ে সেলাই করে নিন চারপাশ। এটিতে ডিশ ওয়াশিং সোপ লাগিয়ে কাচের বাসন পরিষ্কার করুন।   ৩। মশারি কেটে ৫ থেকে ৬ লেয়ার করে নিন। পাপোশের আকৃতি করে চারপাশে সুতি কাপড় দিয়ে পট্টি লাগিয়ে নিন। এটি ঘরে ব্যবহার করুন পাপোশ হিসেবে।৪। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও