![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252Fc7cce86a-7fb1-4707-ab1d-5274b69a6109%252Ferik.gif%3Frect%3D0%252C0%252C1941%252C1019%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র এরিক গারসেটিকে নতুন করে মনোনয়ন দিয়েছে। সাম্প্রতিক এই ঘোষণা দুই দেশের সম্পর্কের বিদ্যমান অদ্ভুত অবস্থাকে তুলে ধরেছে।
বাইডেন দুই বছর আগে যখন দায়িত্ব নেন, এর পর থেকে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই এবং এ অবস্থা চলছে এমন একটি সময়ে, যখন ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সম্ভাব্য পাল্টা শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। এ অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে কোয়াডের সহযোগী দেশ অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভূমিকা অপরিহার্য।
কৌশলগত দিক থেকে ভারতের এত গুরুত্ব থাকার পরও হোয়াইট হাউস কেন দিল্লিতে তাদের রাষ্ট্রদূতের পদটি দুই বছর ধরে খালি রেখেছিল?
- ট্যাগ:
- মতামত
- মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রদূত