সন্ত্রাসী গোষ্ঠীতে যুক্ত হয়েছিলেন, স্বীকারোক্তি শামীমা বেগমের

বিডি নিউজ ২৪ যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৫:২৪

স্কুলশিক্ষার্থী থাকাকালে যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার পর সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিলেন বলে স্বীকার করে নিয়েছেন শামীমা বেগম; তার প্রতি জনসাধারণের ক্ষোভের বিষয়টিও বুঝতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।


নিরাপত্তা ঝুঁকিজনিত কারণে শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। বছরখানেকেরও বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারগুলোতে এই নারী বলেছেন, আইএস সদস্যদের মাধ্যমে ব্যাপক নির্দেশনা পাওয়ার পাশাপাশি সিরিয়া যাত্রা বিষয়ে তার নিজস্ব কিছু পরিকল্পনাও ছিল।


ওই যাত্রা নিয়ে বিবিসি পডকাস্ট ‘দ্য শামীমা বেগম স্টোরি’তে তিনি আরও বলেছেন, যুক্তরাজ্য ছেড়ে বের হয়ে যাওয়ায় তিনি ‘স্বস্তি’ পেয়েছিলেন, আর কখনো দেশটিতে ফিরে আসার প্রত্যাশাও ছিল না তার।


যুক্তরাজ্যের নাগরিকরা যে এখন তাকে ‘তাদের যাপিত জীবনে, তাদের নিরাপত্তার বিষয়ে বিপজ্জনক, ঝুঁকিপূ্র্ণ বা সম্ভাব্য বিপদ হিসেবে দেখে, তাও জানেন বলে জানান বাংলাদেশি বংশোদ্ভূত এ নারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও