![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/photos/----5-samakal-63be6f929bc71.gif)
বঙ্গোপসাগরে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরাদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টা ও মঙ্গলবার বিকেল ৫টার দিকে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই জন হলেন- বায়ীজিদ (১৭) এবং ইউসুব ব্যাপারী (২২)। পাথরঘাটা থানার ওসি মো. শাহআলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। মারা যাওয়া দুজন আপন চাচাতো ভাই। তারা একই বাড়িতে বসবাস করতেন।
মারা যাওয়া ইউসুফের স্ত্রী মিম আক্তার জানান, গত ২ জানুয়ারি সকালে দুই ভাই পোয়া মাছ ধরার জাল নিয়ে ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান। পরে ৬ জানুয়ারি রাত ২ টার দিকে ট্রলারের সেইভ ভেঙে (পাংখার রড) নদীতে পড়ে যায় । তখন সেইভের ছিদ্র দিয়ে পানি ঢুকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ওই দিন পাথরঘাটা থেকে ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ডের সহযোগিতায় জালসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। সেই দিন থেকে দুই ভাই নিখোঁজ ছিল।