গাজীপুরে বাসে আগুন দিল উত্তেজিত জনতা

বাংলা নিউজ ২৪ গাজীপুর সিটি করপোরেশন প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ১৪:১২

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আহত হন সিএনজিচালক।


এই ঘটনার জেরে ওই বাসে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।  


বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।  


গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ- পরিদর্শক (এসআই) শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  


তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আশপাশে থাকা উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিএনজিচালককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সিএনজিতে যাত্রী ছিল কি না তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও