কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার উত্তরপ্রদেশে বাড়িঘরে ফাটল

ভয়াবহ ফাটলের জেরে বাসযোগ্য নয় বলে ঘোষিত হয়েছে ভারতের উত্তরাখণ্ডের জোশীমঠ শহর। এবার একই রকম ফাটল দেখা দিলো উত্তরপ্রদেশের আলিগড়ে। শহরের কাওয়ারিগঞ্জ এলাকায় একের পর এক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় বাসিন্দা শশী বলেন, গত কয়েক দিন ধরেই বাড়িতে ফাটল দেখতে পাচ্ছি। জোশীমঠের ঘটনার পর এ সব দেখে আমরা ভয় পেয়ে গেছি। পৌরসভায় এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। কিন্তু কিছু করার পরিবর্তে তারা কেবল প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

জানা গেছে, বিপত্তির সূত্রপাত একটি পাইপলাইন বসানোকে কেন্দ্র করে। কেন্দ্রীয় সরকারের ‘স্মার্ট সিটি মিশন’-এর আওতায় আলিগড়ে মাটির তলায় পাইপ বসানোর কাজ হয়েছে। মাটির তলায় জায়গায় জায়গায় সেই পাইপই ফেটে পানি বেরিয়ে আসছে। তাতেই স্থানীয় ভূমির গঠনে পরিবর্তন হচ্ছে। এ জন্যই রাস্তা, বাড়িতে ফাটল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন