কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকার মঞ্চনাটক নিয়ে এই প্রথম প্রতিযোগিতামূলক পুরস্কার

প্রথম আলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪

বাংলাদেশের নাট্যাঙ্গনে সাধারণত সম্মাননা ও পদক দিয়েই শিল্পীকে সম্মানিত করা হয়। কিন্তু প্রতিযোগিতামূলক পুরস্কারের খুব একটা চল ছিল না। প্রয়াত নাট্যকর্মী ইশরাত নিশাতের নামে এবার চালু হলো তেমনই একটি পুরস্কার। আয়োজকদের আশা, এই বার্ষিক পুরস্কারের কল্যাণে ভালো নাটকগুলোর যথার্থ মূল্যায়ন হবে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার সকালে ঘোষণা করা হয় ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার–২০২২’–এর মনোনীত ব্যক্তিদের তালিকা। গত ২০২১ ও ২০২২ সালের ঢাকার পাঁচটি মঞ্চে প্রদর্শিত মোট ১৭টি নাটক দেখে আটটি বিভাগে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটি। ১৯ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীদের নাম, দেওয়া হবে পুরস্কার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বসবে পুরস্কার বিতরণীর আসর। প্রতিটি পুরস্কারের আর্থিক সম্মাননা হবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা। বিজয়ী পাবেন একটি ক্রেস্ট ও সনদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও