সিইএস প্রদর্শনীতে আসুসের নতুন গেমিং ল্যাপটপ
দুই বছর পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। সিইএস এ ম্যাক্সড আউট ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বড় পরিসরে শক্তিশালী পারফরম্যান্সকে ফোকাস করে বিস্তৃত পরিসরের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস রিপাবলিক অব গেইমার্স (আরওজি)।
আরওজি স্ট্রিক্স স্কার এবং স্ট্রিক্স জি
নতুন আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (জি৮৩৪) ডিজাইন করা হয়েছে গেমারদের কথা মাথায় রেখে। এটিই প্রথম আরওজি ল্যাপটপ, যাতে আছে ১৮ ইঞ্চির নেবুলা ডিসপ্লে এবং ম্যাক্সিমাম কিউএইচডি ২৪০হার্জ স্পেক। এছাড়া আরওজি স্ট্রিক্স স্কার পাওয়া যাবে ১৬ বা ১৭ ইঞ্চি মডেলে। ১৬ ও ১৮ ইঞ্চির মডেলগুলো আসছে ১৩ প্রজন্মের ইন্টেল ২৪ কোরসহ আই৯-১৩৯৮০এইচএক্স প্রসেসরে। আরওজি স্ট্রিক্স স্কার ১৭ আসছে এএমডি রাইজেন ৯ জেন ৪ প্রসেসরে। যদিও আরওজি স্ট্রিক্স স্কার ১৬ আসছে অসাধারণ ১৬-ইঞ্চি মিনি এলইডি কিউএইচডি ২৪০হার্জ নেবুলা এইচআরডি ডিসপ্লেসহ। যা দেবে অবিশ্বাস্য ভিজুয়াল অভিজ্ঞতা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ল্যাপটপ
- সিইএস
- নতুন গেমিং ল্যাপটপ