বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুরের কচুয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়।নিহতরা হলেন- শাহরাস্তি উপজেলার নোয়াগা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহিদ হোসেন (২৫) ও কুমিল্লার লাকসাম উপজেলার দামাতিয়া গ্রামের জাবেদ হোসেন।পুলিশ জানায়, কুমিল্লাগামী বোগদাদ বাসটি কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।