হাজার বছর ধরে একই গান গাইছে!
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৩
হাজারও চড়ুই পাখির সুরেলা শিসের আওয়াজ প্রতিধ্বনি হতে থাকে যুক্তরাষ্ট্রের জলাভূমিগুলোতে। এদের বলা হয় আমেরিকান সোয়াম্প স্প্যারোস, অর্থাৎ জলাভূমির চড়ুই।
এদের জানা গানের সংখ্যা হয়তো খুব কম, তবে যেকয়টি গান জানে সেগুলো একদম নিখুঁতভাবে গাইতে পারে। এমনকি হাজার বছর আগে এদের পূর্বপুরুষেরা ঠিক একই সুরে গাইত। আমেরিকান চড়ুইদের সম্পর্কে জানা গেল এমনই অদ্ভুত তথ্য।
বয়স্ক চড়ুইদের কাছ থেকে অল্পবয়সীরা গানটা ভালো মতো শিখে নেয় এবং চর্চা করতে থাকে। একই পদ্ধতিতে পরের প্রজন্মগুলোও সুরটা রফত করতে থাকে।
এই পাখিদের সুরজ্ঞান এতটাই অসাধারণ যে, হাজার বছর ধরে একই গান একই সুরে গেয়ে চলেছে তারা। এখন বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন চড়ুইগুলো কি মানুষের মতোই কার্যকরভাবে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে জানে বিজ্ঞানীদের এ অনুসন্ধান ছাপা হয় ‘ন্যাচার কম্যুনিকেশন’ জার্নালে।