কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতে সব ছবির রেকর্ড ভাঙল ‘অ্যাভাটার টু’

আরটিভি প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১১:৫৪

গেল মাসের ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে জেমস ক্যামেরন পরিচালিত হলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভাটার টু’। কিন্তু প্রেক্ষাগৃহে ছবি মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কমেনি সিনেমাপ্রেমীদের ভির।


রীতিমতো ভারতে মুক্তি পাওয়া সব বিদেশি ছবির রেকর্ড ভাঙল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। ভারতে মুক্তি এখন পর্যন্ত হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।


জানা গেছে, ইতোমধ্যে ‘অ্যাভাটার-টু’ ৪৫৪ কোটি রুপি তুলে নিয়েছে বক্স অফিসে। যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’ ছবিটির মোট আয়কেও ছাড়িয়ে গেছে। গেল তিন বছর ধরে বিদেশি ছবি হিসেবে ভারতের বক্সঅফিসে সর্বোচ্চ আয়কারি তালিকার শীর্ষে ছিল ২০১৯ সালে মুক্তি পাওয়া এই ছবিটি।


এবার সেই স্থানটি ছিনিয়ে নিল ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। এর আগে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল মার্ভেলের ‘অ্যান্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবিটি আয় করেছিল মোট ৪৩৮ কোটি রুপি। কিন্তু নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও