দক্ষিণি তারকার স্ত্রীদের কতটা চেনেন
অভিনয়দুনিয়ার কেউ না হলেও আলোচনায় থাকেন তাঁরা। কারণটা যে তাঁদের স্বামী বড় তারকা, সেটা নিশ্চয় আর বলে দিতে হবে না। তবে হিন্দি সিনেমার অভিনেতাদের স্ত্রীদের খবর কমবেশি অনেকরই জানা। কিন্তু দক্ষিণি তারকাদের স্ত্রীদের কতটা চেনেন। চলুন জেনে নেওয়া যাক পাঁচ দক্ষিণ ভারতীয় অভিনেতার স্ত্রীদের খবর।
স্নেহা রেড্ডি
অন্ধ্র প্রদেশের রাজনীতিবিদ কানছালা চন্দ্রশেখর রেড্ডির মেয়ে। জনপ্রিয় তারকা আল্লু অর্জনের সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১১ সালে। এই দম্পতি এখন এক পুত্র ও কন্যাসন্তানের মা-বাবা। আল্লু ও স্নেহা দম্পতি নিয়মিতই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন।
উপাসনা কামিনেনি
‘আরআরআর’-এর তারকা রামচরণ ও উপাসনা সেই স্কুলবেলা থেকে বন্ধু। পরে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়, ২০১১ সালের ডিসেম্বরে তাঁদের বাগদান হয়। বিয়েটা সারেন ২০১২ সালের ১৪ জুন। উপাসনা পেশায় উদ্যোক্তা, অ্যাপোলো চ্যারিটির সহসভাপতি তিনি। এ ছাড়া তিনি বি পজিটিভ সাময়িকীর প্রধান সম্পাদক। উপাসনা অ্যাপোলো হাসপাতালের নির্বাহী সহসভাপতি শোবানা কামিনেনির মেয়ে। অ্যাপোলো হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রতাপ সি রেড্ডি উপাসনার নানা।
নর্মতা শিরোধকর
নর্মতা অভিনেত্রী, মডেল। তিনি মহেশ বাবুর স্ত্রী। ‘বামসি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা হয়। নর্মতা হিন্দি, ইংরেজিসহ বিভিন্ন ভাষার সিনেমা অভিনয় করেছেন। পরে অভিনেত্রী হিসেবে নর্মতার ক্যারিয়ার সামনে এগোয়নি, এখন ব্যস্ত প্রযোজনায়। ২০০৫ সালে মহেশ ও নর্মতা বিয়ে করেন। এই তারকা দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে।
লক্ষ্মী প্রাণাথি
তেলেগু তারকা জুনিয়র এনটিআরের স্ত্রী লক্ষ্মী প্রাণাথি বিনোদন দুনিয়ার কেউ নন। ব্যবসায়ী নারনে শ্রীনিভাসের মেয়ে লক্ষ্মীর সঙ্গে এনটিআরের বিয়ে হয় ২০১১ সালে। তাঁদের দুই সন্তান আছে।
আমাল সুফিয়া
মালয়ালম তারকা দুলকার সালমান বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। তাঁর স্ত্রী সুফিয়াও দেশের ভক্তদের কাছে পরিচিত বলার অপেক্ষা রাখে না। সুফিয়া চেন্নাই এক ব্যবসায়ী পরিবারের মেয়ে। সুফিয়া নিজে ইন্টেরিয়র ডিজাইনার, ২০১১ সালে দুলকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই তারকা দম্পতির একটি কন্যাসন্তান আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেতা।
- ট্যাগ:
- বিনোদন
- দক্ষিণী তারকা