কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়ল

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ০৮:০৬

দেশের বাজারে সোনার দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর এবার বাড়ল স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম। প্রতিটি স্বর্ণমুদ্রার দাম ৩ হাজার টাকা করে বাড়িয়ে ৭৮ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনা, রুপা ও ব্রোঞ্জের দাম বাড়ার কারণে এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


সোমবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ দাম সোমবার থেকেই কার্যকর হয়েছে। 


স্মারক মুদ্রা কাগুজে নোট বা ধাতব কয়েনের মতো লেনদেন করা যায় না। সংগ্রহে রাখার জন্যই মানুষ সাধারণত এসব মুদ্রা কিনে থাকেন। আর এসব মুদ্রা শুধু বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়গুলোতে পাওয়া যায়।


বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১ উপলক্ষে তৈরি করা ১০ গ্রাম স্বর্ণের পৃথক তিনটি মুদ্রার দাম সর্বোচ্চ ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে। ফলে মুদ্রাগুলোর নতুন দাম ৭৫ হাজার টাকা থেকে বেড়ে ৭৮ হাজার টাকা হয়েছে। 


উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ ’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার প্রতিটি ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি। প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলোর (বাক্সসহ) দাম প্রতিটির ৭৮ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও