You have reached your daily news limit

Please log in to continue


পাভেলের ‘মেজো ভাই’

ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। কলকাতার জনপ্রিয় টেলিভিশন জি-বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে উঠে আসেন তিনি। শুরুতে বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডি করে মানুষের মন জয় করলেও এখন দুর্দান্ত সব অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা লাভ করছেন। নির্মাতা জিয়াউদ্দিন আলমের পরিচালনায় স্কুইভিউ ফিল্মের ব্যানারে নির্মিত ‘মেজো ভাই’ নাটকে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ইমু সিকদার।

‘মেজো ভাই’ নাটকটি প্রসঙ্গে পাভেল বলেন, জিয়া ভাই সবসময় ভালো কাজ করেন, তার সঙ্গে এটা প্রথম কাজ, আমি একটু কমেডি নাটক বেশি করেছি। এটি দিয়েই সিরিয়াস গল্পের কাজ শুরু। অলরেডি ‘মেজো ভাই’ নাটকের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। এতটা সাড়া পাব, ভাবিনি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন