![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2F5be7b0aa-0358-48d0-baf4-9949e6772a62%2Fmofizur_rahman_novoair_090123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
এত কর চাপালে একটা শিল্প এগিয়ে যেতে পারে না: নভোএয়ার এমডি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:৪৬
বাংলাদেশে বেসরকারি বিমান সংস্থার বাজার সম্প্রসারণে সরকারি নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান।
প্রতিবেশী দেশগুলোর তুলনায় এক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে থাকার কথা বলেন তিনি। তার ভাষ্যে, বাংলাদেশে কর এত বেশি যে যা বিমান পরিবহন শিল্পের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায়।
নভোএয়ারের ১০ বছর পূর্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন মফিজুর, যিনি এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরও (এওএবি) মহাসচিব।