যেভাবে শুরু করবেন
পছন্দের চাকরির পরীক্ষায় অংশ নিতে চাইলে সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে ভালোভাবে ধারণা নিন। এতে আপনাকে কী কী বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে, তা জানতে পারবেন। সর্বজনীন পরিকল্পনা করে এগোতে হবে আপনাকে। বিস্তারিত জানাচ্ছেন ৪০তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অধিকারী মোহাইমিনুল ইসলাম প্রস্তুতি শুরুর প্রাথমিক পর্যায়েই আপনার গন্তব্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
অনেকেই আছেন, যাঁরা মাত্র একটি চাকরিকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকে বেশ কিছু লক্ষ্য ঠিক করে রেখেছেন। যদিও এটি সম্পূর্ণভাবে প্রার্থীর মানসিক শক্তির ওপর নির্ভর করছে। বিভিন্ন চাকরির মধ্য থেকে নির্দিষ্ট একটি বা দুটি চাকরি বেছে নিয়ে প্রস্তুতি শুরু করুন। পাশাপাশি এমন দুটি অথবা তিনটি চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকুন, যেগুলোর সিলেবাসে মিল রয়েছে। পরীক্ষার ধরন পছন্দের চাকরির পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হলে তার সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে ভালোভাবে ধারণা নিন।
- ট্যাগ:
- লাইফ
- প্রস্তুতি
- চাকরির সুযোগ
- চাকরির পরীক্ষা