১ হাজারের বেশি অপ্রকাশিত পাণ্ডুলিপি চুরি করেছেন তিনি!
www.tbsnews.net
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১১:০১
১ হাজারের বেশি অপ্রকাশিত পাণ্ডুলিপি চুরির কথা স্বীকার করেছেন এক ইতালীয়। তার চুরি করা পাণ্ডুলিপির মধ্যে অনেক প্রথিতযশা লেখকের লেখাও আছে। খবর বিবিসির।
তিনি ছলচাতুরি করে প্রকাশনা শিল্পের মানুষদের কাজ থেকে তাদের কাজ আদায় করে নিতেন।
ফিলিপ্পো বার্নারদিনি নামের এই ইতালীয় কাজ করতেন লন্ডনের সাইমন অ্যান্ড শুস্টার প্রকাশনীতে। সেখানে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এই জালিয়াতি করতেন।
৩০ বছর বয়সি বার্নারদিনি নিউ ইয়র্কে দোষী সাব্যস্ত হলেও তিনি কেন এ কাজ করেছেন, তা এখনও স্পষ্ট হয়নি। কারণ চুরি করা পাণ্ডুলিপিগুলো তিনি ইন্টারনেটে ফাঁস করেননি—আবার লেখকদের কাছে মুক্তিপণও দাবি করেননি।