![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F80d74a84-4bb0-4904-827d-a7e4613a8dae%252Fchildj.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D300)
বাড়ছে পানিতে ডুবে শিশুমৃত্যু
পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুমৃত্যু ক্রমেই বাড়ছে। সদ্য সমাপ্ত বছরে জেলায় ৯৬টি শিশু পানিতে ডুবে মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কলাপাড়া উপজেলায়। সেখানে গত বছর ২৬টি শিশু পানিতে ডুবে মারা গেছে।
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০২২ সালে জেলায় পানিতে ডুবে মারা যায় ৯৬টি শিশু। এর মধ্যে দশমিনায় ২৪টি, কলাপাড়ায় ২৬, বাউফলে ১৭, দুমকিতে ১৩, মির্জাগঞ্জে ১ ও গলাচিপায় ১৫টি শিশু রয়েছে। এ সময় পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েও বেঁচে যায় ২৩১ শিশু।