নিয়ন্ত্রণে আনা যায় বেশকিছু রোগ

বণিক বার্তা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৩৮

অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ। এসব রোগ আমাদের জীবনকে করে তোলে আরো বেশি জটিল। বিকল্প চিকিৎসা পদ্ধতি বা এএমসি আমাদের এসব থেকে পরিত্রাণ দিতে পারে। তখন বড় কোনো শারীরিক সমস্যার মুখোমুখি হলেও তা মোকাবেলা করা সহজ হয়।


তাছাড়া বর্তমানে এই চিকিৎসা পদ্ধতির ওষুধ বেশ উন্নত হয়েছে, সেই সঙ্গে আধুনিক হয়েছে প্রযুক্তি। সব মিলিয়ে মানুষের আয়ু বেড়েছে ১০ বছর এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগে মৃত্যুহার কমেছে। কিন্তু মানুষ দীর্ঘ জীবন লাভ করলেও সুস্থ জীবন পায়নি। তাই হূদরোগ, স্ট্রোক ও কিডনি বিকল হয়ে মৃত্যুর হার বেড়েছে। আর এসবই আমাদের জীবনযাত্রার ধরনের সঙ্গে সম্পৃক্ত। সেখানেই বিকল্প পদ্ধতির চিকিৎসাসেবা পারে স্বাস্থ্য পরিস্থিতি উন্নত করার ক্ষেত্রে পরিপূরক হতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও