You have reached your daily news limit

Please log in to continue


Twinkle Khann | অটোসফরে টুইঙ্কল, অটোচালকের আসনের নীচে কসাইয়ের ছুরি! তার পর কী করলেন অভিনেত্রী?

মেয়ে নিতারাকে নিয়ে ইংল্যান্ড পাড়ি দেবেন টুইঙ্কল খন্না। তার আগে শহর ঘুরলেন মা-বেটিতে। কিন্তু গাড়িতে নয়, একেবারে মুম্বইয়ের কায়দায় অটো করে শহরে ঘুরে বেড়ালেন তাঁরা। তবে অটোর প্রতি তাঁর এই অনুরাগ নতুন কিছু নয়। কৌশোর বয়স থেকেই অটোয় চেপে শহর ঘুরতে বেজায় ভালবাসতেন। বন্ধুরা ভালবেসে নাম দিয়েছিলেন ‘রিকশারানি’।

কিন্তু এক বার অটোয় চেপে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয় অক্ষয়-ঘরনিকে। অটোচালকরে বসার সিটের নীচে রাখা ছিল একটি কসাইয়ের ছুরি! Advertisement আরও পড়ুন: কলাপাতে ভাত? হাত দিয়ে মেখে তৃপ্তি করে কী খাচ্ছেন জ্যাকলিন? প্রশ্ন ছুড়ে দিয়েই বেপাত্তা টুইঙ্কল এমনই হাসিখুশি। তাঁর রসবোধের তারিফ করেন বলিউডের অনেকেই। কৌশোর এমনই এক অটোসফরে বেরিয়েছিলেন টুইঙ্কল। তাঁর স্বভাব, সকলের সঙ্গেই সহজেই খোশ গল্পে মেতে উঠতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন