এ১৭ বায়োনিককেও ছাড়াবে স্ন্যাপড্রাগন ৮ জেন২
বণিক বার্তা
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:০৩
সেলফোন চিপ শিল্পে অ্যাপলের বায়োনিক সবসময়ই শীর্ষে। শক্তিশালী ও কার্যকর চিপের কথা উঠলে বায়োনিকের কথাই প্রথমে আসে। এমনকি এ১৫ বায়োনিক অ্যান্ড্রয়েড ডিভাইসের অন্যান্য চিপের তুলনায় অনেক বেশি কার্যকর। এ১৬ চিপ স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন১-কেও ছাড়িয়ে গেছে। তবে স্ন্যাপড্রাগন ৮ জেন২ এবার বাজিমাত করবে। এমনটাই প্রত্যাশা বিশ্লেষক ও প্রযুক্তিবিদদের। খবর গিজচায়না।
সম্প্রতি গোল্ডেনরিভিউয়ার শাওমি ১৩ এ পরীক্ষা চালিয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন২ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং পারফরম্যান্সের দিক থেকে এটি ৮ জেন১ ও ৮প্লাস জেন১-কে ছাড়িয়ে গেছে। চিপসেটটির সামগ্রিক কার্যক্ষমতা ১০ শতাংশ বেড়েছে। তবে এর কোরের শক্তি ৮প্লাস জেন১-এর মতোই। তাই ব্যাটারি লাইফ ও ফোন গরম হয়ে যাওয়া নিয়ে ব্যবহারকারীদের ভাবতে হবে না।