কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নির্ধারিত সময়ের আগেই বাজারে আসবে ওয়ানপ্লাসের ট্যাব

বণিক বার্তা প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৮:০১

চীনের বাজারে সম্প্রতি ওয়ানপ্লাস ১১ উন্মোচন হয়েছে। চলতি বছর প্রতিষ্ঠানটি বাজারে আরো কিছু ডিভাইস আনবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। তবে এগুলোর সবই যে সেলফোন হবে তা নয়। তথ্য রয়েছে ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, শিগগিরই ডিভাইসটি ভারতের বাজারে আসতে যাচ্ছে। খবর গিজচায়না।


ওয়ানপ্লাস ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে অ্যারাইস নাম দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ওয়ানপ্লাস ট্যাব বা ওয়ানপ্লাস প্যাড নামে বাজারে আসবে। ওয়ানপ্লাস ১১আরের সঙ্গে ট্যাবটি উন্মোচন করা হতে পারে। তবে ডিভাইসটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। বিশ্লেষকদের ধারণা, আগামী জুনে এটি প্রকাশ্যে আসতে পারে।


যেহেতু ভারতের বাজারে ট্যাবলেটটি বাজারজাত করা হবে তাই অনেকের মতে এটি অনেকটা সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ানপ্লাসের ডিভাইসটি আনা হতে পারে। তবে দুটি ডিভাইসে তেমন কোনো মিল থাকার সম্ভাবনা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও