গুরুত্ব পাবে তরুণ নির্মাতাদের সিনেমা
১৪ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২১তম আসরে তরুণ নির্মাতাদের কাজকে প্রাধান্য দেওয়া হবে বেশি। উৎসবজুড়ে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে হাজির হবেন তাঁরা। বাংলাদেশের এতগুলো সিনেমা এই উৎসবে আগে আর প্রদর্শিত হয়নি। উৎসবে ৭০টি দেশের ২৫৪টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে আছে বাংলাদেশের ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
ভেনিস, বার্লিন, টোকিও, মস্কো, সাংহাই, বুসানসহ একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া বিদেশি ভাষার সিনেমাগুলো এই আয়োজনের মূল আকর্ষণ। এশিয়ান শাখায় অংশ নিচ্ছে কম্বোডিয়া-যুক্তরাষ্ট্রের ছবি ‘কার্মালিংক’। সিনেমাটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক ওয়াচেল। ইরানের সিনেমা ‘দ্য অ্যাপল ডে’বানিয়েছেন মাহমুদ গফফারি। সিনেমাটি এ বছর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। রাশিয়ার ‘দ্য রায়ট’, শ্রীলঙ্কার ‘দ্য নিউজপেপার’, তুরস্কের ‘দ্য ব্ল্যাক নাইট’ ছাড়াও থাকছে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত একাধিক চলচ্চিত্র।
- ট্যাগ:
- বিনোদন
- চলচ্চিত্র উৎসব
- নির্মাতা