ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হতে যাচ্ছে

সমকাল প্যাট্রিক ককবার্ন প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৩:০৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন ইউক্রেনে তাঁর সশস্ত্র বাহিনীকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি পালনের নির্দেশ দেন। ৭ জানুয়ারি রুশ অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে এই যুদ্ধবিরতির ঘোষণা আসে, যা রাশিয়া ও ইউক্রেনে পালিত হয়। অনেকেই এ ঘোষণাকে দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন; তবে বিষয়টি আদৌ তা নয়।


ইউক্রেনে হামলার ১১ মাসের মধ্যে এই প্রথম রাশিয়া পুরোপুরি যুদ্ধবিরতি ঘোষণা করে। এই সাময়িক বিরতি আপাতদৃষ্টিতে শর্তহীন মনে হচ্ছে। তবে মস্কো বন্ধ রাখতে চাইলেও ইউক্রেন যুদ্ধ অব্যাহত রাখতে চাইছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার কথা বলেছিলেন। কিন্তু রাশিয়ার একতরফা যুদ্ধবিরতিতে কতটা শান্তি আসবে? কিয়েভ ও মস্কো উভয়েই এখন তাদের লক্ষ্য পূরণে অবিচল এবং এ ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। তাদের বিশ্বাস, আগামী দিনে যুদ্ধের ময়দানে তারা আরও ভালো অবস্থানে থাকবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও