নেপচুন গ্রহে নয়, সরই পাহাড় বাংলাদেশে

সমকাল পাভেল পার্থ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ০৩:০৪

খ্রিষ্টীয় বছরের শেষ ও শুরুতে 'ফানুস-পটকাবাজি' নিয়ে কয়েক বছর ধরে ঢাকাসহ নগরগুলোতে আরেক বেতাল শুরু হয়েছে। এর উদ্ভট আওয়াজ ও আগুন দম আটকানো শহরে বহু কষ্টে টিকে থাকা অনেক পাখিকে নিরাশ্রয় করেছে। বৌদ্ধকৃত্যে ফানুস ওড়ানো এক পবিত্র প্রথা হিসেবে পালিত হলেও বর্ষবরণে এর বেতাল ব্যবহার সর্বপ্রাণ ও জীবনে শুধু ভোগান্তিই তৈরি করছে।


নগর থেকে দূর প্রান্তের পাহাড়েও বর্ষবরণের রাতে আগুন জ্বলেছে। পুড়ে ছারখার হয়েছে বসত-জমিন। বান্দরবানের লামার সরই পাহাড়ে রেংয়েনপাড়ায় গভীর রাতে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট হয়। ছোট্ট ম্রোপাড়ার মানুষ আতঙ্কে পাহাড় ডিঙিয়ে প্রাণ বাঁচায়। পেছনে পুড়তে থাকে ঘামের দানায় গড়ে তোলা স্বপ্নের গেরস্তালি। সব হারিয়ে গৃহহীন মানুষ পাহাড়ের ওপর আকাশের তলে কোনোমতে আগুন জ্বালিয়ে তীব্র শীতের দিনগুলো পার করছে। ক্ষতিগ্রস্ত পাড়াবাসীর অভিযোগ, লামা রাবার ইন্ডাস্ট্রিজের লোকজন তাদের উচ্ছেদ করে পাহাড়ি ভূমি জবরদখলের জন্য হামলা ও অগ্নিসংযোগ করেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও