মঞ্চের তারকা নয়, আমার আগ্রহ সাধারণ জীবনে: গুরনাহ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১৬:৫৯
পাঠকনন্দিত লেখক হওয়ার পেছনে স্বচক্ষে দেখা প্রাত্যহিক জীবনে সাধারণ মানুষের জটিলতা আর চিন্তাকে ধারণ করে কলম ধরার কথা বলেছেন সাহিত্যে নোবেলজয়ী আব্দুলরাজাক গুরনাহ।
শনিবার ঢাকা লিট ফেস্টের একটি অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, “আমি তাদের নিয়ে আগ্রহী নয়, যারা মূল মঞ্চ দখল করে থাকে বা যারা পত্রিকার পাতায় থাকেন। কারণ, তারা ইতোমধ্যেই সেখানে অবস্থান করছেন, তাদের কাজ তারা করে যাচ্ছেন।
“আমি মনে করি, সাধারণ মানুষের জীবনের জটিলতা নিয়ে আমি বেশি পরিমাণে আগ্রহী। কারণ, সেই জীবনেই আমাদের সবার বসবাস। আর সেখানেই মানুষের সংশয় ও কষ্টগুলো প্রতিভাত হয়; আর এটা প্রতিফলিত হয় না বড় মঞ্চে কিংবা সংবাদপত্রে।”