![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F333ef336-2675-4695-8a6d-89afd1a51335%252F23164084_369180256843476_8321129193286926336_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
ইরফান খানকে নিয়ে যে ১০ তথ্য হয়তো আপনি জানেন না
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১৬:৫২
তিনি তাঁর প্রজন্মের সেরা অভিনেতা ছিলেন—হিন্দি সিনেমার প্রায় শিল্পী অকপটে স্বীকার করেন তা। বড়-ছোট যেমনই হোক, অবলীলায় মানিয়ে যান তিনি। হিন্দি, ইংরেজি, মারাঠি থেকে বাংলা—ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করেছেন তিনি।
৩ বছর আগে ৫৩ বছর বয়সে মৃত্যু না হলে আরও অনেক বৈচিত্র্যময় চরিত্রে দেখা যেত তাঁকে। আজ ৭ জানুয়ারি অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ছবি ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে ১০টি তথ্য, যা হয়তো আপনি জানেন না।