![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/01/online/photos/PELE-(9)-samakal-63b92a054185b.jpg)
যে পরিমাণ সম্পদ রেখে গেছেন পেলে
সমকাল
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৩০
২২ বছরের ফুটবল ক্যারিয়ারে একেবারে কম আয় করেননি পেলে। তবে ফুটবলের রাজা বিভিন্ন সাক্ষাৎকারে বলে গেছেন, তার আয়ের সিংহভাগ এসেছে অবসরের পর। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন ও দূতিয়ালি করে মোটা অর্থ কামিয়েছিলেন গত ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করা এ কিংবদন্তি। তবে তিনি তামাক ও অ্যালকোহলের কোনো বিজ্ঞাপন করেননি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত্যুর সময় প্রায় ১০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার বেশি) সমমূল্যের সম্পত্তি রেখে গেছেন পেলে।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- পেশাদার ফুটবলার
- ফুটবলার
- দামী ফুটবলার
- পেলে