উত্তরাখন্ডে ভূমিধসের আতঙ্ক, সাময়িক বন্ধ চার ধাম ও জলবিদ্যুৎ প্রকল্প
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের চার ধাম সড়ক উন্নয়ন প্রকল্পের কিছু অংশের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিধসের আতঙ্ক থেকে উত্তরাখন্ডের জোশিমঠের বাসিন্দাদের আশ্বস্ত করতে বিজেপি শাসিত এ রাজ্যের চামোলি জেলা প্রশাসন গত বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছে। শুধু চার ধাম প্রকল্পই নয়, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তপোবন–বিষ্ণুগড়ে ৫২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র তৈরির কাজও।
জোশিমঠের আতঙ্কগ্রস্ত বাসিন্দাদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করতে এ মুহূর্তে প্রশাসন সক্রিয়। নিরাপদ স্থানে তৈরি করা হচ্ছে অস্থায়ী বাসস্থান। উদ্ধারকাজে সাহায্যের জন্য হেলিকপ্টার তৈরি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত এক হাজার বাড়ি, বহু রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে তৈরি কংক্রিকেটের ‘বাফার’, এমনকি চাষের জমিতেও দেখা দিয়েছে বিরাট বিরাট ফাটল। বহু ফাটলের মধ্য থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। কোথাও বেরিয়ে এসেছে ভূগর্ভস্থ পানি। কয়েক শ পরিবার ইতিমধ্যেই নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। যেকোনো স্থান যেকোনো সময়ে ধসে পড়বে এমন আতঙ্ক বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। উত্তরাখন্ডের এ গুরুত্বপূর্ণ শহরে এমন আতঙ্ক আগে দেখা যায়নি।