জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় তিন সিনেমা

প্রথম আলো প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৯

২০২৩ সালের প্রথম সপ্তাহে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’–এর সিক্যুয়েল ব্ল্যাক ওয়ার মুক্তি দিয়ে নতুন বছরের খাতা খুলছে। বছরের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে তা পেছানো হয়েছে। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, গত মঙ্গলবার ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ১৩ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেবে তারা। দু–এক দিনের মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আবেদন করা হবে।


বাংলাদেশে মূলত শুক্রবারে সিনেমা মুক্তি দেন প্রযোজকেরা। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এক দিনে সর্বোচ্চ দুটি সিনেমা মুক্তির অনুমতি দিয়ে থাকে। সমিতির অফিস সচিব সৌমেন রায় প্রথম আলোকে জানান, এখনো তাঁরা নতুন কোনো আবেদন পাননি। ফলে দ্বিতীয় সপ্তাহে সম্ভবত কেবল ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও