অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ
বণিক বার্তা
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৮
প্রযুক্তিগত উদ্ভাবনের যুগে সেলফোনে নিত্যনতুন ফিচার বা সুবিধা যুক্ত হচ্ছে। গত বছর আইফোন ১৪ সিরিজ উন্মোচনের মাধ্যমে স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহারের সুবিধাটি প্রকাশ্যে আনে অ্যাপল। আইওএস ডিভাইসের পর এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শিগগিরই এ ফিচার যুক্ত হতে যাচ্ছে। স্যাটেলাইট ফোন ফার্ম ইরিডিয়ামের সঙ্গে নতুন চুক্তি করেছে চিপ জায়ান্ট কোয়ালকম। ফলে চলতি বছর শেষে প্রিমিয়াম স্মার্টফোনগুলোয় স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করা যাবে। খবর বিবিসি।
ফিচারটির চালু হলে যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব জায়গায় স্যাটেলাইটে যুক্ত হওয়ার মাধ্যমে মেসেজ আদান-প্রদান করা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে এখন অধিকাংশ প্রতিষ্ঠানই কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে।