ঘুচবে মুখের কালিভাব, সোনার মতো চকচক করবে ত্বক, সপ্তাহের শেষে করতে হবে ৫ কাজ

eisamay.com প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৮

Skin Care at Home: রাজ্যে জমিয়ে ঠান্ডা পড়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাপমাত্রার পারদ কমেছে বেশ কিছুটা। হঠাৎ পারদ পতনের প্রভাব যেমন আপনার স্বাস্থ্যেও পড়তে পারে, ত্বকেও পড়ে এর প্রভাব। ঠান্ডা বাড়তে থাকলেই আমাদের বারবার মুখ ধোয়ার ইচ্ছে যেন চলেই যায়। শীতকালে জল খাওয়াও যেন কম হয়।


তাই এসবের প্রভাব আপনার স্বাস্থ্যে পড়লে, ডিহাইড্রেশনের কারণে ত্বকেও প্রভাব পড়তে পারে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সারা সপ্তাহে নানা কাজের মাঝে নিজের জন্য সময় পাওয়া যায় না। এই কথা ঠিক। কিন্তু শনিবার এবং রবিবার নিজের জন্যে একটু হলেও তো সময় পেতেই পারেন আপনি। এই দুদিন ভালো করে ত্বকের যত্ন নিতে হবে। জেনে নিন, কীভাবে ত্বকের যত্ন নেবেন উইকেন্ডে। (ছবি-istock)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও