![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252F43b75128-2d9c-4b96-afec-c60e97bc14e1%252F6E478AA8_5474_42E3_A068_A83497657D34.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কেমন হলো বাংলাদেশে সাড়াজাগানো সিনেমাটির সিকুয়েল
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ২৩:০১
২০২০ সালে কোভিড মহামারির শুরুর দিকে লকডাউন চলছিল। সারা দুনিয়ার প্রায় সবকিছুই বন্ধ। দর্শকের হাতে অঢেল সময়, ধীরে তাঁদের সামনে উন্মুক্ত হচ্ছে ওটিটির নানা ধরনের কনটেন্ট। এর মধ্যেই সামনে আসে তেলেগু সিনেমা ‘হিট: দ্য ফার্স্ট কেস’। মুক্তির পরই ভারত তো বটেই, বাংলাদেশি দর্শকের কাছেও ব্যাপক জনপ্রিয় হয় সিনেমাটি। দ্রুত মুক্তি পায় বাংলা সাবটাইটেল। বছর দুই পর মুক্তি পেয়েছে ছবিটির সিকুয়েল ‘হিট: দ্য সেকেন্ড কেস’। কেমন হলো বহুল প্রতীক্ষিত সিনেমাটি?
সারা দুনিয়া তো বটেই, দক্ষিণ ভারতেও ক্রাইম থ্রিলার সিনেমার অভাব নেই। তবে দুই কারণে ব্যতিক্রম ছিল ‘হিট’-এর প্রথম কিস্তি। প্রথমত, তেলেগু সিনেমার বেশির ভাগই হয় ‘ওভার দ্য টপ’ ধরনের, সেখানে ছবিটি ছিল বাস্তবসম্মত। দ্বিতীয়ত, গল্প আহামরি কিছু না হলেও পরিচালক শৈলেশ কোলানু দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে পর্দায় গল্প বলেছিলেন।
- ট্যাগ:
- বিনোদন
- থ্রিলার
- থ্রিলার ছবি
- নতুন সিনেমা