রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ২২:৫৯
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সে জন্য ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেই মিটিংয়ে এলসি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না।
আজ শুক্রবার সকালে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তা ছাড়া দেশীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, এরপরও আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি।’
এর আগে বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে