এবারের বিশ্ব ইজতেমায় সাইবার নিরাপত্তা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ব ইজতেমায় নিরাপত্তার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা সব সময় যেমন থাকে, এবারও তাই থাকবে।
সাইবার নিরাপত্তা যুক্ত করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা যাকে সাইবার নিরাপত্তা বলি, সেই জায়গাতে কাজ করছি। সেখানে যেন কোনো ঝুঁকি না থাকে তা আমাদের পুলিশ বাহিনী তা কাভার করবে। আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ, র্যাব, আনসার সবাই এখানে নিরাপত্তার কাজে যুক্ত থাকবে। প্রয়োজনে বিজিবিও প্রস্তুত থাকবে।'
আজ শুক্রবার বিকেলে টঙ্গীর ইজতেমা ময়দানে ২ পর্বের বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সাংবাদিকদের এসব বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বিশ্বইজতেমায় সবাই মিলিতভাবে আমাদের সব নিরাপত্তা বাহিনী এবং সামরিকবাহিনীও সহযোগিতা করছে। এখানে প্রতিবারই সামরিক বাহিনীর সদস্যরা তুরাগের ওপর পন্টুন ব্রিজ নির্মাণ করে থাকে। কাজেই সবারই এখানে দৃষ্টি আছে। আমি মনে করি এবারও অত্যন্ত সুন্দরভাবেই বিশ্ব ইজতেমা সম্পন্ন হবে।'