![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2Fbb7bd8a6-827f-4f4b-baf7-1a8c3d6ed867%2Fproject_leonardo_sony_060123_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
প্লেস্টেশনের জন্য প্রতিবন্ধীবান্ধব ‘বিশেষ কন্ট্রোলার’ আনল সনি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ২২:০৯
প্লেস্টেশন ৫-এ প্রতিবন্ধী গেইমারদের জন্য একটি বিশেষভাবে নকশা করা কন্ট্রোলার উন্মোচন করেছে সনি।
অনেক বেশি কাস্টমাইজযোগ্য এই ডিভাইসকে আপাতত ‘প্রজেক্ট লিওনার্দো’ নামে ডাকা হচ্ছে। কনসোলে প্রচলিত ডুয়ালসেন্স রিমোটের চেয়ে পুরোপুরি ভিন্ন নকশায় তৈরি হয়েছে এটি।
লিওনার্দোর নকশা দেখতে গোলাকার। এতে বেশ কিছু সংখ্যক বড় আকারের বাটনের পাশাপাশি একটি একক ‘কন্ট্রোল স্টিক’ও রয়েছে। আর গেইমাররা নিজের প্রয়োজন মতো এগুলো সাজিয়েও নিতে পারবেন।