ক্যালিফোর্নিয়ায় প্রবল ঝড়-বৃষ্টিতে ২ জনের মৃত্যু

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮

প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা বিশাল একটি ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াজুড়ে প্রবল বাতাস বয়ে যাচ্ছে, পাশাপাশি মুষলধারে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। 


বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আবহাওয়ার এ তাণ্ডবে অঙ্গরাজ্যটির প্রায় দুই লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে; হড়কা বান, ভূমিধস ও উপড়ে পড়া গাছের কারণে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার থেকে এ পর্যন্ত অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ দুইজনের মধ্যে একজন অল্পবয়সী শিশু, উত্তর ক্যালিফোর্নিয়ায় তাদের মোবাইল হোমের ওপর একটি রেডউড গাছ আছড়ে পড়ে তার মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও