গাইবান্ধা উপনির্বাচন যে বার্তা দিল

সমকাল বদিউল আলম মজুমদার প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

বহুল আলোচিত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের পুনর্ঘোষিত উপনির্বাচন বুধবার সম্পন্ন হলো। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে ইতোমধ্যে জানা গেছে- উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন এবং নির্বাচন কমিশনের পক্ষে ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। কিন্তু উপনির্বাচন ঘিরে কিছু প্রশ্নের উত্তর এখনও মিলছে না।


দেখা যাচ্ছে, গাইবান্ধার দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ আসন। ৪ জানুয়ারির এই নির্বাচনে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু'জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কয়েক প্লাটুন র‌্যাব, অস্ত্রধারী আনসার সদস্য ছাড়াও ১ হাজার ৩২০ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। তাই উপনির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন অবনতি কিংবা কেন্দ্র দখল বা সহিংসতার খবর আমরা পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও