You have reached your daily news limit

Please log in to continue


বড় পর্দায় ‘পেট কাটা ষ’ ও ‘মশারি’ দেখতে ভিড়

চরকির ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ দেখা গেল বড় পর্দায়। গতকাল লিট ফেস্টের উদ্বোধনী দিনে বাংলা একাডেমির ভাস্কর নভেরা হলে প্রদর্শিত হয়েছে আলোচিত সিরিজটি। শো শুরুর আগেই দর্শকেরা ভিড় করতে থাকেন, কিছুক্ষণের মধ্যে সব আসন পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে পেছনে দাঁড়িয়ে কিংবা মেঝেতে বসে সিরিজটি উপভোগ করেছেন।

ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে অ্যান্থোলজি সিরিজটি নির্মাণ করেন নির্মাতা নুহাশ হুমায়ূন। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। গত বছরের এপ্রিলে চরকিতে মুক্তি পায় এ সিরিজ।

ফারিয়া মাহবুব নামের এক দর্শক বলেন, ‘মোবাইলে সিরিজটি দেখেছি, খুব ভালো লেগেছে। এবার বড় পর্দায় দেখলাম, ভিন্ন রকমের অভিজ্ঞতা হলো।’

মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ‘পেট কাটা ষ’; জানুয়ারির শেষ ভাগে এই উৎসবে সিরিজটির সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন