কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হোয়াটসঅ্যাপে থাকা পুরোনো বার্তা অন্য ফোনে পাঠানো যাবে

প্রথম আলো প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৩:০৬

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা এক ফোন থেকে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস পাঠানো যাবে। এরই মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম উপযোগী ‘চ্যাট ট্রান্সফার’ সুবিধা চালুর জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে গুগল ড্রাইভ বা তৃতীয় পক্ষের তৈরি বিভিন্ন অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি নতুন ফোনে হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস স্থানান্তর করা যাবে।


গত বছরের জুলাই মাসে অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে বার্তার ইতিহাস পাঠানোর সুযোগ চালু করে হোয়াটসঅ্যাপ। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা আইফোন কিনলেও নিজেদের হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস দেখতে পারেন।


বর্তমানে এক ফোন থেকে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ বার্তার ইতিহাস স্থানান্তরের জন্য অনেকেই তৃতীয় পক্ষের তৈরি বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। এসব অ্যাপের কারণে ফোনে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। তবে নতুন এ সুবিধা চালু হলে ‘অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন’ সুবিধার মাধ্যমে তথ্য স্থানান্তর করা যাবে। ফলে নিরাপদে তথ্য পাঠানোর সুযোগ মিলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও