ভুটানে সব পণ্য আমদানি-রপ্তানির অনুমোদন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভুটান থেকে আলু ও সুতা ছাড়া সব ধরনের পণ্য আমদানি করা যাবে। ট্রানজিট-ট্রানশিপমেন্টের আওতায় বিনা মাশুলে আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে এই প্রথমবারের মতো প্রতিবেশী দেশটির সব পণ্য আমদানির অনুমতি মিলল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল বুধবার আমদানিযোগ্য ভুটানি পণ্যের তালিকা প্রকাশ করেছে।
আখাউড়া শুল্ক স্টেশনের পরিদর্শক নাজমুল হক প্রথম আলোকে বলেন, ট্রানজিট-ট্রানশিপমেন্টের আওতায় ভারতের পথ ব্যবহার করে ভুটান থেকে সব ধরনের পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ভারত যেভাবে বাংলাদেশের পথ ব্যবহার করে তাদের পণ্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে গেছে, একইভাবে ভুটানের পণ্য ভারতের পথ ব্যবহার করে বিনা মাশুলে বাংলাদেশে আমদানি করা হবে।