![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-01%2F4640301a-19ce-488e-96ac-bf74d09ca48e%2Fearth_techno_pixabay_050123_02.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=700)
নাটকীয়ভাবে কমছে সাড়া ফেলে দেওয়া উদ্ভাবন: গবেষণা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:০৪
বিশ্বে প্রযুক্তিগত উদ্ভাবনের গতি এবং সাড়া ফেলার ঘটনা অনেক কমে গেছে বলে উঠে এসেছে এক গবেষণায়।
পাশাপাশি গবেষকরা বলছেন, নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞানের বিশাল অংশ, সম্ভবত, নতুন কোনো অনুসন্ধান বা উদ্ভাবনে অবদান রাখছে না।
বিভিন্ন প্রযুক্তিগত প্রক্রিয়ার গতি দ্রুত বা ধীর হচ্ছে কি না, সেটি পরীক্ষার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। এর জন্য তারা বিগত ছয়টি দশক থেকে নেওয়া সাড়ে চার কোটি বৈজ্ঞানিক গবেষণা পত্র ও ৩৯ লাখ পেটেন্ট পরীক্ষা করে দেখেছেন।
‘সিডি ইন্ডেক্স’ নামে পরিচিত এক টুল ব্যবহার করে তারা এইসব তথ্য বিশ্লেষণ করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন উদ্ধৃতিতে কাগজপত্র ও পেটেন্টের প্রভাব পরিমাপ করে এটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গবেষণা
- বিজ্ঞান গবেষণা