You have reached your daily news limit

Please log in to continue


এরশাদ শিকদারের ‘স্বর্ণকমল’ ভেঙে ফেলা হচ্ছে

খুলনার আলোচিত খুনি ও শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের সেই বহুল আলোচিত বাড়ি 'স্বর্ণকমল' ভেঙে ফেলা হচ্ছে।

বুধবার দুপুরে নগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির বাড়ির সামনে গিয়ে উৎসুক লোকজনের ভিড় দেখা যায়। তাদের কেউ দাঁড়িয়ে ভবন ভাঙা দেখছেন; কেউ ছবি তুলছেন। বাড়ির গেইটের ভেতর থেকে তালা দেওয়া থাকায় কেউ ঢুকতে পারছেন না।

চারজন শ্রমিক দোতলা বাড়িটির মূল ভবনের ছাদে ভাঙার কাজ করছেন। তাদের একজন সর্দার রবিউল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাডাঙ্গার মজিদ স্মরণিতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ১০ কাঠা জমির ওপর এরশাদ শিকদারের একটি পুরানো তিনতলা এবং আরেকটি দুইতলা বাড়ি ছিলো। মূলত দোতলা ওই ভবনটির নামই ‘স্বর্ণকমল’।

সম্প্রতি এরশাদ শিকদারের পরিবারের সদস্যরা পুরানো তিনতলা ভবনটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলেছেন। এখন দুইতলা ভবনটির অর্ধেকের মতো অংশ ভাঙা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন