নতুন বিদ্যুচ্চালিত গাড়ি দেখালো সনি-হন্ডা জোট
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭
‘আফিলা’ নামে নতুন এক শ্রেণির বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণে একজোট হয়েছে জাপানের শীর্ষস্থানীয় দুই ব্র্যান্ড সনি ও হন্ডা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এক আয়োজনে এরইমধ্যে এর একটি প্রোটোটাইপ দেখিয়েছে সনি।
সনি বলছে, এটি যেন পরবর্তী প্রজন্মের গাড়ির খাতে ‘বড় প্রতিদ্বন্দ্বী’ হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে তারা নিজেদের বিনোদনমূলক কনটেন্টের বিশাল সংগ্রহ এতে কাজে লাগাবে।
গেল বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘সিইএস ২০২৩’ প্রযুক্তি মেলায় আফিলা’র ঝলক দেখিয়েছে সনি। এই গাড়ির কোণগুলো গোলাকার ও এতে একটি কালো রঙের মসৃণ ছাদ আছে। আর এতে ব্যবহৃত হবে হার্ডওয়্যার নির্মাতা কোয়ালকমের প্রযুক্তি, যেখানে তাদের ‘স্ন্যাপড্রাগন’ নামের ডিজিটাল শ্যাশিও থাকবে।