![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Felectrified-20230105171407.jpg)
ইন্টারনেট লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর রেললাইনের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত ইন্টারনেট তারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিমুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় দুপুর ২টার দিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের ঠিকানা আকবর শাহ থানাধীন কৈবল্যধাম এলাকায় হলেও নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত শিমুলকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়।