ইউক্রেন যুদ্ধ আমেরিকাকে দুর্বল করে দিতে পারে

সমকাল জ্যাসন উইলিক প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৩

ডিসেম্বরের শেষে যুক্তরাষ্ট্র সফরে এসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের 'পপুলিস্ট' অংশের কাছ থেকে শীতল সংবর্ধনা পেয়েছেন। এটি মনে করিয়ে দেয়- পূর্ব ইউরোপের যুদ্ধও মার্কিন রাজনীতির মেরূকরণের বাইরে নয়। রাশিয়ার হামলা ব্যর্থ করতে ইউক্রেনকে মার্কিন অস্ত্র ও অন্যান্য সহায়তার বিষয়ে আমেরিকার উভয় দলের (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) অভিজাতদের মধ্যে এক ধরনের ঐকমত্য রয়েছে। কিন্তু যুদ্ধের দ্বিতীয় বছরে এসে জরিপে দেখা যাচ্ছে, ডানপন্থিদের মধ্যে এ নিয়ে সংশয় বাড়ছে এবং ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্যের পক্ষে সমর্থন কমছে।


রিপাবলিকানদের এমন মনোভাবের নিন্দা কিংবা একে উপেক্ষা করা সহজ। কিন্তু ওয়াশিংটনের জন্য আরও ভালো বিষয় হলো, যুদ্ধের মতো উগ্রবাদের সংস্কৃতি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনা। যদিও ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সমর্থনকে ন্যায়সংগত করা যুক্তরাষ্ট্রের অন্তহীন কোনো আদর্শবাদী মিশন নয়; বরং তাদের উদ্দেশ্য জাতীয় সার্বভৌমত্বের প্রতিরক্ষা ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তি প্রদর্শন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও