You have reached your daily news limit

Please log in to continue


আবেদনময়ী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন দিব্যা

ভারতীয় মডেল-অভিনেত্রী দিব্যা আগারওয়াল তার আবেদনময়ী স্টাইলের জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার সাহসী ছবি দিয়ে নেটিজেনদের মুগ্ধ করেছেন। বোল্ড স্টাইলে ফটোশুট করেছেন এই অভিনেত্রী। দেখুন দিব্যা আগরওয়ালের আকর্ষণীয় নতুন কিছু ছবি।

বিগ বস ওটিটি জয়ী দিব্যা আগরওয়াল তার কাজের মাধ্যমে নেটিজেনদের মাতোয়ারা করে তুলেছেন। সাম্প্রতিক ফটোগুলোতে দিব্যাকে খুব গ্ল্যামারাস স্টাইলে দেখা গেছে। চকচকে ব্যাকলেস টপে সাহসী স্টাইল দেখিয়েছেন দিব্যা।

দিব্যা আগরওয়াল সাম্প্রতিক ফটোতে সোনালি রঙের ব্যাকলেস টপসহ সবুজ ঝিলমিল শর্টস পরেছেন। অভিনেত্রী উজ্জ্বল মেকআপ এবং নগ্ন লিপ্সটিক পড়েছে ঠোঁটে। অভিনেত্রী তার গ্ল্যামার লুক সম্পূর্ণ করতে তার চুল খোলা রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন