মার্কিন আদালতে বলিভিয়ার সাবেক মন্ত্রীর কারাদণ্ড
বলিভিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর্তুরো মুরিলোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত৷
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানিকে ঘুষের বিনিময়ে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লাভজনক চুক্তিতে সহায়তার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়৷
বুধবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তার বিরুদ্ধে এ রায় দেয়৷ আর্তুরো মুরিলো ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়ানে আনেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷
২০১৯ সালে আন্দোলনের মুখে ইভো মোরালেস পদত্যাগ করার পর জিয়ানিনে আনেজ সরকার গঠন করেন৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কট্টর ডানপন্থী আর্তুরো মুরিলো নানা ধরনের বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় আসেন৷
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাদণ্ড
- সাবেক মন্ত্রী