You have reached your daily news limit

Please log in to continue


ভেঙে ফেলা হচ্ছে এরশাদ শিকদারের সেই স্বর্ণকমল

ভেঙে ফেলা হচ্ছে খুলনার বহুল আলোচিত এরশাদ শিকদারের সেই প্রাসাদোপম বাড়ি 'স্বর্ণকমল'। আজ বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার ১৩৫ নম্বর মজিদ সরণির স্বর্ণকমল বাড়ির সামনে গিয়ে দেখা যায় উৎসুক মানুষের ভিড়।

অনেকেই কৌতুহলবশত দাঁড়িয়ে বাড়িটি ভাঙার কার্যক্রম দেখছেন। কেন, কী কারণে বাড়ি ভাঙা হচ্ছে, তা নিয়ে আলোচনা করছেন। 

দেখা গেছে, বাড়ির মূল গেট ভেতর থেকে তালা দেওয়া। দোতলা বাড়ির ছাদে বড় হাতুড়ি ও ড্রিল মেশিনসহ যন্ত্রপাতি দিয়ে ভবন ভাঙার কাজ করছেন ১০-১২ জন শ্রমিক। দোতলার মূল ভবনের সামনে ছোট্ট যে পুরোনো ৩তলা ভবন ছিল, সেটি আগেই পুরোপুরি ভাঙা হয়ে গেছে। সেখানে পড়ে আছে ইটসহ ভাঙা ভবনের কিছু অংশ।
  
বহু মানুষকে হত্যাসহ বিভিন্ন অপরাধে ২০০৪ সালের ১০ মে খুলনা কারাগারে ফাঁসির রায় কার্যকর করা হয় এরশাদ শিকদারের। তার আগে কয়েক বছর ধরে একে একে বেরিয়ে আসতে থাকে তার হত্যা আর নির্যাতনের সব রোমহর্ষক কাহিনী। বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ব্যক্তিতে পরিণত হন এরশাদ শিকদার। আর খুলনা শহরে তার প্রাসাদোপম বাড়িটি পরিণত হয় মানুষের আগ্রহের কেন্দ্রস্থলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন