বিভিন্ন ওয়েবসাইট বা সেবা ব্যবহারের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। কিন্তু একাধিক পাসওয়ার্ড মনে রাখা বেশ কষ্টকর। শুধু তাই নয়, বারবার পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন ওয়েবসাইট বা সেবা ব্যবহার করাও বেশ ঝামেলার কাজ। সমস্যা সমাধানে অনেকেই ক্রোম ব্রাউজারের পাসওয়ার্ড ম্যানেজারে বিভিন্ন ওয়েবসাইট বা সেবার পাসওয়ার্ড সংরক্ষণ করেন। ফলে বারবার পাসওয়ার্ড না লিখেও সরাসরি বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা যায়। কিন্তু দীর্ঘদিন পাসওয়ার্ড না লেখার ফলে বেশির ভাগ মানুষই বিভিন্ন ওয়েবসাইট বা সেবা ব্যবহারের পাসওয়ার্ড ভুলে যান। তবে চাইলেই ক্রোম ব্রাউজারে জমা রাখা পাসওয়ার্ডগুলো দেখা যায়।
পাসওয়ার্ড দেখার জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ক্রোম ব্রাউজার চালু করে ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার সেটিংস অপশন থেকে পাসওয়ার্ড ম্যানেজার ট্যাপ করতে হবে। এরপর যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান, তা নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য লিখলেই সংরক্ষণ করা পাসওয়ার্ড দেখা যাবে। চাইলে এডিট বাটনে ক্লিক করে অ্যাকাউন্টের তথ্য পরিবর্তনও করা যাবে।
কম্পিউটার থেকেও ক্রোম ব্রাউজারে জমা রাখা পাসওয়ার্ডগুলো দেখা যায়। এ জন্য ক্রোম ব্রাউজার চালু করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। বাঁ পাশের ওপরের দিকে থাকা অটোফিল অপশনে ক্লিক করে পাসওয়ার্ড ম্যানেজার নির্বাচন করলেই পাসওয়ার্ড সংরক্ষণ করা ওয়েবসাইট বা সেবাগুলোর নাম দেখা যাবে। প্রয়োজনীয় ওয়েবসাইট বা সেবার নামের ওপরে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিলেই সংরক্ষণ করা পাসওয়ার্ড দেখা যাবে।